Tag: joydeb mela

কীর্তন আর বাউলের সুরে সমৃদ্ধ জয়দেব-কেন্দুলি মেলা

মকর সংক্রান্তির পুণ্যদিনে ‘জাস্ট নিউজ’-এর ক্যামেরা হাতে সৌম্য বারিক পৌঁছে গিয়েছিল বীরভূম জেলার ‘জয়দেব-কেন্দুলি মেলা’ প্রাঙ্গণে৷ আর আপনাদেরকে মেলাটি সম্বন্ধে বহু তথ্য হাজির করলেন সুমন মিত্র। এই দুই প্রতিনিধি আস্বাদ নিলেন প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলি মেলার। বাউলের গানে মন হল মাতাল। রাত আড়াইটেতেও মেলা প্রাঙ্গণে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরই এমন চিত্র...