দিনটা এমন এসেছে যে মানুষের মুখে মুখে ফিরছে একটাই শব্দ ‘করোনা’। ভাল কথা, মন্দ কথা, ভাল থাকা, মন্দ থাকা সবই আজ এই ‘করোনা’র নিয়ন্ত্রণাধীন। আগামী ২১ দিন ঘরবন্দি থাকবে ভারতবাসী। কেউ জানি না এই অচলাবস্থা থেকে নিস্তার পাব কবে?… তবে, এটা জানি স্তব্ধ হয়েছে জনজীবন। ঘরে প্রয়োজনীয় জিনিসেও পড়েছে টান। বাজারে গেলেও মিলছে না দরকারের...