Tag: support bengali cinema

ভালোবাসার গল্প বলে ‘পূর্ব পশ্চিম দক্ষিণ’

‘রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা’। এ পৃথিবীতে যেমনি করে রোজ দেখা হয়ে যায় একজনের অন্যজনের সঙ্গে। হঠাৎ করেই এক বন্ধুর সঙ্গে অন্য বন্ধুর। এক মনের সঙ্গে অন্য মনের। ‘আপাতত এইভাবে দুজনের দেখা হয়ে থাকে।’ দুটি মানুষ। একই কামরা। মুখোমুখি সিট। একই গন্তব্য। ট্রেন চলা শুরু করলে আলাপও শুরু হয়। শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট স্তুতি সান্যাল স্বভাবোচিতভাবে ইন্ট্রোভার্ট।...