Tag: west bengal

বহু ইতিহাসের সাক্ষী ‘কলকাতার স্ট‍্যাম্পম‍্যান’

“তিনি বৃদ্ধ হলেন বনস্পতির ছায়া দিলেন সারাজীবন। এই বুড়ো গাছের পাতায় পাতায় সবুজ কিন্তু আজো মাতায় সুঠাম ডালে।” আমহার্স্ট স্ট্রীটের মুখে পদ্ম রেস্টুরেন্টের পাশের গলি তাঁর ঠিকানা। ডিটিপি বা ছাপাখানার নিজস্ব দোকান রয়েছে তাঁর। সকাল থেকে সন্ধ‍্যে পর্যন্ত সেখানেই দেখা মেলে এই প্রবীন যুবকের। মাঝে দুপুরের দিকে একবার শুধু ঘন্টাখানেকের বিশ্রাম চাই তিরাশি ছুঁই ছুঁই...